তরিকুলের খুনি রিফাতের আত্মসমর্পণ


স্টাফ রিপোর্টার: দিনের আলোয় হত্যাকান্ড ঘটানোর পাঁচদিন পর আদালতে  আত্মসমর্পণ করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার পুরাতন যাদবপুরের রিফাত । আজ রোববার বেলা ১১টার দিকে সে  আত্মসমর্পণ করে ।
গত ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সরোজগন্জ বাজারে পূর্ব বিরোধের জেরে পেটে বুমা ঢুকিয়ে আলমসাধুচালক তরিকুলকে খুন করে পুরাতন যাদবপুরের বদরুদ্দিনের ছেলে রিফাত হোসেন (২৪ ) । ওই রাতেই তরিকুলের পিতা মনিরুদ্দিন বাদি হয়ে রিফাতকে একমাত্র আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । ঘটনার পর থেকে খুনি রিফাতকে হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ । মামলার তদন্তকারি কর্মকর্তা পরিদর্শক আব্দুল আলিম বলছেন,সব ধরণের তথ্য নিয়েই আদালত চত্বরে রিফাতকে গ্রেফতারের জন্য অপেক্ষা করছিল পুলিশ । কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে আদালতে  আত্মসমর্পণ করে সে । রিফাতকে কারাগারে পাঠিয়েছে আদালত ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More