ঢাকা থেকে টেকনিশিয়ান আসছে : কাল থেকে নমুনা পরীক্ষা স্বাভাবিক হতে পারে

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা বন্ধ আছে। যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার থেকে পিসিআর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হচ্ছে না। গত ২০ আগস্ট থেকে পিসিআর ল্যাবটি বিকল বলে জানা গেছে। ২০ তারিখে মাত্র ৮টি স্যাম্পুল পরীক্ষা করলেও গতকাল বিদেশগামী ২ জনের ছাড়া কোনো পরীক্ষা করা সম্ভব হয়নি। এ কারণে বিড়ম্বনায় পড়তে হয়েছে সাধারণ রোগীদের। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইলসহ কয়েকটি জেলায় যাদের করোনা লক্ষ্মণ দেখা দিচ্ছে তাদের নমুনা পরীক্ষা ঢাকা বা খুলনা ছাড়া বিকল্প নেই, যা সময় সাপেক্ষ।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি।’ কুষ্টিয়া মেডিকেল কলেজ সূত্র জানায়, গত ২৫ এপ্রিল কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে একটি ভবনে পিসিআর ল্যাব স্থাপন করা হয়। এর পর থেকে সেখানে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছিলো। সেখানে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ নমুনা পরীক্ষা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে বিদেশ গমনেচ্ছু যাত্রীদের জন্য বাধ্যতামূলক কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও পরীক্ষার ফলাফলের সার্টিফিকেট প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই কার্যক্রম পুনরায় জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্র জানায়, বৃহস্পতিবার মাত্র ৮টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এরপর শুক্রবার কোনো নমুনা পরীক্ষা হয়নি। গতকাল শনিবারও কোনো নমুনা পরীক্ষা হয়নি। জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ‘ল্যাবে নমুনা পরীক্ষা করার যন্ত্রাংশে হয়তো সমস্যা দেখা দিয়েছে। এ জন্য নমুনা পরীক্ষা আপাতত বন্ধ আছে। ঢাকা থেকে টেকনিশিয়ান আসছে। সোমবার থেকে নমুনা পরীক্ষা স্বাভাবিক হতে পারে।’ শুরু হলে তা অবিলম্বে অবহিত করা হবে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More