আলমডাঙ্গা ব্যুরো: ঢাকায় বসবাসকারী খন্দকার এমদাদুল হক লাল মিয়া (৫৮) করোনায় মৃত্যুর পর জন্মস্থান আলমডাঙ্গায় নিয়ে এসে দাফন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে পুলিশের উপস্থিতিতে আলমডাঙ্গা পৌর জান্নাতুল বাকী গোরস্থানে লাশ দাফন করা হয়। গত ৩০ মে রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে লাশ জন্মস্থান আলমডাঙ্গায় নিয়ে আসা হয়।
মৃত এমদাদুল হক লাল মিয়া আলমডাঙ্গা শহরের এরশাদপুর মাগুরাপাড়ার মৃত খন্দকার আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর আগে স্বপরিবারে আলমডাঙ্গা ছেড়ে ঢাকার উত্তরায় স্থায়ী বসবাস করে আসছিলেন। সেখানে কোস্ট টু কোস্ট গার্মেন্টসের চীপ প্যাটার্ন মাস্টার হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি করোনাভাইরাসে সংক্রমিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, সকালে বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের সহায়তায় একটি অ্যাম্বুলেন্সে মরদেহ আলমডাঙ্গায় নিয়ে আসা হয়। উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদী জিয়া উদ্দিন আহম্মেদ সাঈদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাকে পৌর জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়েছে।