ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা রিফা খাতুন (২৬)। লাশ উদ্ধারের সময় এরকমই মন্তব্য করেছে পুলিশ।
নিহত শিশুর নাম রাব্বী (৫)। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মহেশপুর উপজেলার বাকোসপোতা গ্রামে এ ঘটনাটি ঘটে। তবে গৃহকর্তার বক্তব্যের সত্যতা যাচাইয়ে পুলিশের আন্তরিক হ্ওয়ার তাগিদ দিয়েছে স্থানীয়দের অনেকে।
স্থানীয়রা জানান, বাকোসপোতা গ্রামের মামুন ছেলে রাব্বীকে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখেন বিছানায় ছেলে রাব্বী নেই। ঘরের জানালা দিয়ে টর্চের আলোয় স্ত্রী রিফা খাতুনের মরদেহ ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভিতরে মা ও ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম বলেন, মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ছেলেকে প্রথমে শ্বাসরোধে হত্যার পর মাও আত্মাহত্যা করেছেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ