জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত ও পায়ে হেটে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টা হতে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল রফিকুল আলম-পিএসসি ও বিএসএফের পক্ষে ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার নেতৃত্ব প্রদান করেন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয় সূত্রে জানা যায়, বিজিবি-বিএসএফ সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সীমান্ত পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা বন্ধ ও মাদক চোরাচালান বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির আওতাধীন চ্যাংখালী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডারদ্বয় ফলপ্রসু আলোচনা করেন। আলোচনাকালে বিজিবির পক্ষে ১২জন স্টাফ অফিসার ও বিএসএফের পক্ষে ১২জন স্টাফ অফিসার সহযোগিতা প্রদান করেন বলে জানা যায়। বৈঠক শেষে বিজিবি-বিএসএফ কমান্ডারদ্বয় পায়ে হেঁটে সীমান্ত এলাকা পর্যবেক্ষন করেন বলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.