নির্বাচিত কৃষকরা এক টন করে ধান দেবেন খাদ্য গুদামে
জীবননগর ব্যুরো: চলতি বোরো মরসুমে কৃষক পর্যায়ে ধান ক্রয়ের লক্ষ্যে গতকাল সোমবার জীবননগর উপজেলায় উন্মুক্ত কৃষক নির্বাচন লটারি অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপির উপস্থিতিতে গতকাল সোমবার ৫ হাজার ৯১৩ জন কৃষকের মধ্যে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে ৭৭২ জন কৃষক নির্বাচিত করা হয়। নির্বাচিত এ সকল কৃষক ১ টন করে ৭৭২ টন ধান দেবেন উপজেলা খাদ্য গুদামে।
সকাল উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত লটারি অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য অফিসসূত্র জানায়, চলতি বোরো মরসুমে ৫ হাজার ৯১৩ জন কৃষক এবার বোরো আবাদ করেছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক কৃষক পর্যায় থেকে সরকারিভাবে ধান ক্রয় করা হচ্ছে। জীবননগর খাদ্য বিভাগ ৭৭২ টন ধান ক্রয় করবে। এরই আলোকে গতকাল উন্মুক্তভাবে লটারীর মাধ্যমে ৭৭২ জন কৃষক নির্বাচিত করা হয়। নির্বাচিত কৃষকগণ ১ টন করে ধান উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন বলে জানা যায়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ