জীবননগরের মধু মল্লিকসহ ৩ জনের ২৪ বছরের কারাদণ্ড

র‌্যাবের দায়ের করা কোটচাঁদপুরের অস্ত্র উদ্ধার মামলায় রায়

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অস্ত্র আইন মামলায় জীবননগরের মধু মল্লিকসহ তিন জনকে ২৪ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন-কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ার মৃত মোমিন পাঠানের ছেলে রেজাউল ইসলাম পাঠান, কালীগঞ্জের বাকুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মো. মিলন ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কন্দপপুর গ্রামের মৃত নিয়ামত মল্লিকের ছেলে মধু মল্লিক। এদের মধ্যে রেজাউল ইসলাম পাঠান পলাতক রয়েছেন। রায়ের বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুন রাতে কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ায় রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অস্ত্রসহ সন্ত্রাসীদের অবস্থানের খবর জানতে পেরে র‌্যাবের টহল দল সেখানে অভিযান চালায়। সে সময় ঘটনাস্থল থেকে রেজাউল ইসলাম পাঠান, মো. মিলন ও মধু মল্লিককে আটক করা হয়। পরে তাদের দেহ ও বাড়ি তল্লাশি করে একটি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে সময় কিছু ধারালো অস্ত্রও জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। পরে থানা পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। তারই প্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে আদালত রেজাউল ইসলাম পাঠান, মো. মিলন ও মধু মল্লিককে অস্ত্র আইনের তিনটি ধারায় পৃথকভাবে ১০ বছর, ৭ বছর ও ৭ বছরসহ মোট ২৪ বছরের কারাদ- দেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More