জাপান টোব্যাকো কোম্পানীর মেহেরপুর ডিপোতে অভিযান : প্রচারপত্র ও উপহার সামগ্রী উদ্ধার : একলাখ টাকা জরিমানা
মেহেরপুর অফিস: তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে জাপান টোব্যাকোর তামাক পণ্যের প্রচার ও পুরস্কার সামগ্রী বহন এবং সংরক্ষণ করার অপরাধে মালামাল জব্দ ও ডিপো ইনচার্জকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসালামের তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর ডিপোতে অভিযান পরিচালনা করা হয়। বিকেলে লাখ লাখ পোস্টার পুড়িয়ে ফেলা হয়েছে এবং কাঁচের তৈরি পুরস্কারগুলো এতিমখানা ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টরের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা জাপান টোব্যাকো কোম্পানির মেহেরপুর ডিপোতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। জিজ্ঞাসাবাদে জানা যায়, জাপান টোব্যাকো কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজুর বাড়ির সামনের একটি হোমিও ওষুধের দোকান এবং রাজুর বাড়ির ভেতর থেকে লাখ লাখ প্রচারপত্র এবং কাঁচের তৈরি বিভিন্ন ধরনের উপহার সামগ্রী উদ্ধার করা হয়।
অবশেষে রাজুর বাড়ির ভেতরের গোডাউন থেকে বিপুল পরিমাণ প্রচার সামগ্রী ও পুরস্কারের মালামাল জব্দ করা হয়েছে এবং তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ১ এর ক ও গ ধারায় ডিপো ইনচার্জ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাহাপুর গ্রামের তমজেল আলীর ছেলে আতিয়ার রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তৌহিদ উদ দৌলা, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এমএ হাসান সুমন, পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য লোকজন।
এদিকে উদ্ধারকৃত জাপান টোবাকো কোম্পানির সরকার নিষিদ্ধ সিগারেটের লাখ লাখ প্যাকেট ও প্রচারপত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।