স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত দুই প্রার্থীসহ মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল সোমবার পর্যন্ত রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার যারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন তারা হলেন, চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইদ্রিস চৌধুরী এবং চুয়াডাঙ্গা যুব মহিলালীগের সভাপতি আফরোজা পারভীন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর আগে চুয়াডাঙ্গা-১ আসনে চুয়াডাঙ্গা জাতীয় পার্টির জেলা শাখার সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা সিআইপি, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও আলমডাঙ্গার আনন্দধামের বাসিন্দা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার শহিদ-উর-রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চুয়াডাঙ্গা-২ আসনে গতকাল সোমবার মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৫ প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আজগার টগর এমপি, স্বতন্ত্র প্রার্থী জীবননগরের নজরুল মল্লিক, গঙ্গাদাসপুরের আব্দুল মালেক মোল্লা ও সিংনগরের সাদিকুর রহমান বকুল এবং দামুড়হুদার কুড়ালগাছির আবু হাসেম রেজা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর আগে চুয়াডাঙ্গা-২ আসনে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের জাহাঙ্গীর আলম ও জাতীয় পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক জীবননগরের অ্যাড. রবিউল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেন্দ্রে সংখ্যা ১৮১টি। ৮০, চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি। প্রার্থীরা প্রতিটি আসনে ভোটার প্রতি ১০ টাকা হারে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন।
প্রসঙ্গত : গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সেই হিসেবে আগামী ৩০ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১-৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি ৬-১৫ নভেম্বর, ১৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.