জমকালো আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা সদর উপজেলার জয়লাভ
ইসলাম রকিব: জমকালো আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরের অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশির। অতিথিদের ফুলেল শুভেচ্ছা শেষে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা। এরপর আনুষ্ঠানিক সংক্ষিপ্ত আলোচনা শেষে টুর্নামেন্টের বেলুন-ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে অতিথিগণ উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন করেন। টুর্নামেন্টের উদ্বোধক বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. হায়দার বলেন, খেলাধুলা বা সুস্থ বিনোদন ছাড়া সমাজ ব্যবস্থার উন্নয়ন সুন্দর হবে না। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের মতো যে সমস্ত অপসংস্কৃতির সৃষ্টি হয়েছে আমরা যদি খেলাধুলার মাধ্যমে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারি তাহলে সুস্থ-সুন্দর সমাজ ব্যবস্থার বিকাশ ঘটবে এবং শারীরিক সক্ষমতাও অর্জন করা সম্ভব হবে।
উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা সদর উপজেলা ২-১ সেটে চুয়াডাঙ্গা সরকারি কলেজকে পরাজিত করে শুভ সূচনা করে। চুয়াডাঙ্গা সদর উপজেলা দলের পক্ষে আমিনুল ইসলাম ও উত্তম কুমার কুন্ডু খেলায় অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা জয়লাভ করায় সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া তার নিজ দলের খেলোয়াড়দেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা সরাসরি ২-০ সেটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনকে পরাজিত করে। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার পক্ষে খেলায় অংশগ্রহণ করে রোকনুজ্জামান ও শিমুল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও ব্যবস্থাপনা) শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইসরাফিল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেল, সহকারী কমিশনার আব্দুর রহমান, এনডিসি সাইফুল ইসলাম সাইফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক সরদার আল-আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, ডিআইও-১ আবু জিহাদ খন্দকার ফখরুল আলম খানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা জজশিপের পদস্থ কর্মকর্তাগণ। ৩ দিনব্যাপী অনুষ্ঠিত নকআউট ভিত্তিক এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে আগামীকাল ১৫ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম মিনহাজ। উদ্বোধনী খেলাগুলো পরিচালনা করেন মেহেদী ইসলাম রাসেল, রানা, রাকিব, মাহিন ও নোমান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More