চুয়াডাঙ্গা-মেহেরপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বক্তারা স্বৈরাচাররা আমাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে চেয়েছিলো
স্টাফ রিপোর্টার: ‘মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ’ সেøাগানে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, আল্লাহর প্রতি শুকরিয়া, আজ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী একটি স্বৈরাচারমুক্ত প্রতিষ্ঠাবার্ষিকী আমাদেরকে উপহার দিলেন। ১৯৭১ সালে বীর ছাত্র-জনতা এদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করেছিলো। পরবর্তী সময়ে কিছু চরিত্রহীন মানুষ এদেশকে আবার স্বৈরাচারে রূপান্তরিত করেছিলো। তারা চেয়েছিল যারা ন্যায্য প্রতিষ্ঠা করতে ও যারা ইসলাম প্রেমিক তাদেরকে দমিয়ে দিতে। কিন্তু আমরা জানি যারা পরের জন্য কুপ কাটে সেই কুপে তাদেরকে পড়তে হয়। স্বৈরাচাররা আমাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু জাতির ক্রান্তিলগ্নে তারা ভারতে স্বামীর বাড়ি গিয়ে অবস্থান করেছে।
চুয়াডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। শোভযাত্রা শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি সাগর আহম্মেদ, সাবেক সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, সাবেক সভাপতি শফিউল আলম বকুল। এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, হুমায়ন করিব, শহর সভাপতি আবু রায়হান সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, সেক্রেটারি মাসুদ রানা, আইসিটি সম্পাদক বায়েজিদ হোসেন। সমাবেশ শেষে ছাত্র শিবিরের সদস্যদের নিয়ে শিবির সঙ্গীতের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন জেলা সভাপতি সাগর আহম্মেদ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের কোর্ট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা ডলার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর শিবিরের সভাপতি আবু রায়হান, মুজিবনগর উপজেলা শিবিরের সভাপতি আবু তালহা প্রমুখ। মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক জেলা সভাপতি সাব্বির আহমেদ, সদর উপজেলা ইসলামী ছাত্র-শিবিরের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তুহিন রানা, গাংনী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শিহাব আলী, সাধারণ সম্পাদক আল জাবির, মুজিবনগর সভাপতি আবু তালহা, সাধারণ সম্পাদক অনিক হোসেন, মেহেরপুর পৌর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক খালিদ হোসেনসহ জেলা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.