চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ৩৩টি ভোটকেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ : নির্বাচনে ভোটার সংখ্যা ৬৭ হাজার ৮০৮ জন
স্টাফ রিপোর্টার: আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ৩৩টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৬৭ হাজার ৮০৮ জন। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ৮১৮ এবং মহিলা ৩৪ হাজার ৯৯০ জন। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটকেন্দ্রগুলো হলো, ১নং ভিমরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোটার সংখ্যা ১৭৮৮ জন, ২নং পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২৩১৭ জন, ৩নং আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটার সংখ্যা ১৮৬০, ৪নং কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২০৩৮ জন, ৫নং বনানীপাড়া বুজরুকগড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২০০২, ৬নং সরকারি আদর্শ মহিলা কলেজ ভোটার সংখ্যা ১৯০৩ জন, ৭নং আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় ভোটার সংখ্যা ১২২৩ জন, ৮নং সুমিরদিয়া পুটে মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২৭৮০ জন, ৯নং ঝিনুক বিদ্যাপিঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ১৬০২ জন, ১০নং ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটার সংখ্যা ১৭২১ জন, ১১নং ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় ভোটারসংখ্যা ২৮৩৫ জন, ১২নং রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার ২০৭৬ জন, ১৩নং মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২০১১ জন, ১৪নং রাহেলা খাতুন গার্লস একাডেমি ভোটার সংখ্যা ২২৮৬ জন, ১৫ নং তালতলা মতিয়ার রহমান মালিক ভোটার সংখ্যা ৬৭৪ জন, ১৬ নং ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২৮৬৫ জন, ১৭ নং পৌর কলেজ ভোটার সংখ্যা ২৫৭৬ জন, ১৮ নং চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা ভোটার সংখ্যা ১৬১১ জন, ১৯ নং হাজরাহাটি সরকারি প্রাথমিক ভোটার সংখ্যা ২৭১৭ জন, ২০নং হাজরাহাটি অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২৭৫৪ জন, ২১নং তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ৩১৩৩ জন, ২২নং সাতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ৩৩১১ জন, ২৩নং এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২৪৮১ ভোট, ২৪নং কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ১৪৪৩ জন, ২৫নং দিগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ১২৬৪ জন, ২৬নং ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ১৬৫৯ জন, ২৭নং ফার্মপাড়া খাদেমুল ইসলাম মাদরাসা ভোটার সংখ্যা ২২০২ জন, ২৮নং বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ৩২৫২ জন, ২৯নং হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল ভোটার সংখ্যা ৫৬৩ জন, ৩০নং চুয়াডাঙ্গা সরকারি কলেজ (এক্সজামিনেশন কাম একাডেমি ভবন) মহিলা ভোটার সংখ্যা ১৫৮৪ জন, ৩১ নং চুয়াডাঙ্গা সরকারি কলেজ (ব্যবসায় প্রশাসন) পুরুষ ভোটার ১৪০৪ জন, ৩২ নং চুয়াডাঙ্গা সরকারি কলেজ (একাডেমী ভবন) ২০৭২ জন এবং ৩৩ নং রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২০০১ জন। নির্বাচন পরিচালনার জন্য ৩৩ জন প্রিজাইডিং অফিসার, ১৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩৯৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন।