স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন ঢাকায় নিজ বাসাতে আইসোলেশনে আছেন। এদিকে, জেলা পরিষদ মসজিদে তার আশু রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অসুস্থবোধ করায় গত সোমবার তিনি নিজ বাড়ি আলমডাঙ্গা থেকে ঢাকায় যান। সেখানে পরীক্ষা করে করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর তিনি নিজ বাসাতেই আইসোলশেনে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন। জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন করোনা আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি গত ১১ ফেব্রুয়ারি সদর হাসপাতালে করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। এদিকে, গতকাল মঙ্গলবার জেলা পরিষদ মসজিদে বাদ যোহর চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।