চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের শিক্ষক তুহিন গ্রেফতার
প্রাইভেট পড়ানোর সময় ৫ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন এক শিক্ষক। প্রাইভেট পড়ার পর ছাত্রীকে তিনি শ্লীলতাহানি করেন। রোববার সকালে জেলা শহরের কবরী রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে শ্লীলতাহানি মামলায় দুপুরে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। গ্রেফতার ওবাইদুল ইসলাম তুহিন চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক এবং জীবননগর উপজেলার শাহাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ম-লের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানা সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির এক ছাত্রী ওই স্কুলের শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনের ব্যাচে পড়তে যায়। শিক্ষক তুহিন জেলা শহরের কবরী রোডের একটি বাসায় প্রাইভেট পড়াচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে পড়া শেষে অন্য ছাত্র-ছাত্রীকে ছুটি দিয়ে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে থাকতে বলেন। পরে শিক্ষক তুহিন জোরপূর্বক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। এ সময় শ্লীলতাহানির শিকার ছাত্রী দৌঁড়ে পালিয়ে আত্মরক্ষা করে। সে বিষয়টি বাড়িতে ফিরে পরিবারের সবাইকে জানিয়ে দেয়। পরে তার পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন। সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিক্ষক তুহিনকে গ্রেফতার করা হয়। শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।’ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান বলেন, ‘শিক্ষক তুহিন যে কাজটি করেছেন, এটা আমাদের জন্য খুবই লজ্জার। ঈদের ছুটির পরই তার ব্যাপারে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সিদ্ধান্ত হবে। তাকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হতে পারে।’