স্টাফ রিপোর্টার: দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিলো রাজশাহীতে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় তাপমাপা যন্ত্রের পারদ ওঠে দেশের সর্বোচ্চ সামান্য কম ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়দায় বৃষ্টির সম্ভবনা থাকলেও ৪৮ ঘণ্টায় চুয়াডাঙ্গা মেহেরপুর অঞ্চলে তেমন কোন আশার আভাস দিতে পারেনি আবহাওয়া অধিদফতর। চুয়াডাঙ্গা গতকাল যেমন ছিলো ভ্যাপসা গরম, তেমনই ছিলো রাস্তা ঘাটে হাট বাজারে উপচে পড়া মানুষের ভিড়। এতে মানুষ ঘেমে নেয়ে অস্থির হয়ে পড়েছে। বিশেষ করে ব্যাঙ্কে লেন করতে যাওয়া গ্রাহকদের নাভিশ^াস ওঠে।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়দায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টিরও সম্ভবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে অংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ,ঈশ^রর্দী, রাঙ্গামাটি, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। ৪৯ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভবনা রযেছে। ৫ দিনের পূর্বাভাসে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। গতকাল মঙ্গলবার দেশে সর্বোচ্চ রাজশাহীতে ৩৯ দশমিক ৬ ও সর্বনি¤œ তেতুঁলিয়ায় ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৮ দশমিক ৩ ও সর্বনি¤œ ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ