চুয়াডাঙ্গায় বাড়াতে শুরু করেছে শীত

স্টাফ রিপোর্টার: উত্তরের শীতল বাতাসে চুয়াডাঙ্গায় শীতের অনুভূতি বাড়াতে শুরু করেছে।  মরসুমে প্রথম বারের মত আজ সোমবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।  সকালে হালকা কুয়াশার সাথে শীত ঘরে থাকা গরম পোষাক বের করে গায়ে জড়াতেও বাধ্য হয়েছেন সকালে কাজে বের হওয়া মানুষ।

স্থানীয়রা বলেছেন, কুয়াশা ও হিমেল হালকা হাওয়ায় শীত অনুভূত হচ্ছে এ জেলায়। আজ সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছ ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, এখন থেকে প্রায় প্রতিদিন ১-২ ডিগ্রি তাপমাত্রা কমবে। এদিকে শীতের শুরুতেই বেড়েছে শীতজনিত রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে তিন হাজারের বেশি বয়োবৃদ্ধরা চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ওয়াহিদ মাহমুদ রবিন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More