স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় আবারও করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে। তবে পূর্বের তুলনায় সংক্রমণের হার অনেকটাই কম। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলায় নতুন ৬ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮২ জন। গতকাল ৭ জনের সুস্থতা নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন।
চুয়াডাঙ্গা জেলায় গত বৃহস্পতিবার নতুন ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওইদিন সুস্থতা পেয়েছেন ৪ জন। শুক্রবার নতুন ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। ওইদিন সুস্থতার ছাড়পত্র পান দুজন। শনিবার নতুন ২১ জনের নমুনা সংগ্রহ করে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল রোববার ২১ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৬ জনের করোনা পজেটিভ হয়েছে। সুস্থ হয়েছেন ৭ জন। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তদের মধ্যে হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলশেন ছিলেন ৯ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৫৭ জন। এক সপ্তাহ আগেও করোনা পজেটিভ পাওয়া যাচ্ছিলো দু-একজনের। কোনো কোনো দিন একজনেরও পজেটিভ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বারাবরই বলে আসছেন, আসন্ন শীতে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিতে পারে। ফলে এখন থেকেই মাস্কসহ স্বাস্থ্যবিধি মেনে না চললে বড়ধরনের খেসারত দিতে হতে পারে। রোববার নতুন ২২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। অনেকেই সর্দি কাশি জ্বরে ভুগলেও অধিকাংশের মধ্যেই করোনা পরীক্ষায় আগ্রহ কম মন্তব্য করেছেন একাধিকসূত্র।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ