চুয়াডাঙ্গায় পাবজি গেম টুর্নামেন্ট : কিশোরসহ আটক ১০৮ জনের মধ্যে ২৪ জনের কারাদণ্ড
মোবাইলফোন ইলেকট্রিক ডিভাইস নগদ টাকা খেলার পুরস্কার রাইটারসহ বিভিন্ন উপকরণ উদ্ধার
স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ পাবজি গেম প্রতিযোগিতায় (টুর্নামেন্ট) সারাদেশ থেকে চুয়াডাঙ্গায় এসে অংশ নেয়া কিশোরসহ ১০৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা শহরতলির দৌলাতদিয়াড় এলাকার তাসনিম নূর কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পরে তাদের মধ্যে ২৪ জনকে দুদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় দেয়া হবে। বিষয়টি দৈনিক মাথাভাঙ্গাকে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার শহরের তালতলা গ্রামের কয়েকজন ছাত্র তাসনিম নূর কমিউনিটি সেন্টারের হলরুমে পাবজি খেলার প্রতিযোগিতার আয়োজন করে। এতে ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে পাবজি টুর্নামেন্টে অংশ নিতে চুয়াডাঙ্গায় আসে তারা। মঙ্গলবার রাতে শুরু হওয়া প্রতিযোগিতা পরদিন সকালেও চলে। এমন খবর পেয়ে সদর থানা পুলিশ তাসনিম নূর কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করে। সেখান থেকে কিশোরসহ ১০৮ জনকে আটক করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় তাদের। যদিও ১২০ জনকে আটক করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে শহরে। এ খবরের পাশাপাশি কোটি কোটি টাকা নিয়ে ক্যাসিনো খেলার আয়োজনের গুজব ছড়ালে জেলা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার হয়। এক পর্যায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৪ জনকে দুদিন করে বিনাশ্রম কারাদ- দেন। বাকিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারকে জানানো হয়েছে। মুচলেকা শেষে পরিবারের জিম্মায় দেয়া হবে। প্রতিযোগিতায় অংশ নেয়া কিশোর-যুবকরা বলেন, চুয়াডাঙ্গার এক আয়োজকের অনলাইনের মাধ্যমে আমন্ত্রণ পেয়ে অংশগ্রহণ করি। চারজন করে প্রতিযোগিতা চলছিলো। বিজয়ীদের নগদ টাকা ও ট্রফি উপহার দেয়া হবে বলে জানানো হয়েছিল।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেমস বাংলাদেশে সাময়িক বন্ধ রাখার আদেশ উচ্চ আদালতের। গতপরশু সারা রাত ও গতকাল বুধবার সকালেও প্রতিযোগিতা চলছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কিশোরসহ ১০৮ জনকে আটক করা হয়েছে। তারা এতোটাই আসক্ত যে পুলিশ দেখেও কর্ণপাত করছিলো না। তিনি আরও বলেন, প্রায় প্রত্যেকের হাতেই আইফোন রয়েছে। তাদের নিকট থেকে নগদ টাকা উদ্ধার করা যায়নি। এখানে তারা সরাসরি জুয়া না খেললেও নিজেদের মধ্যে অর্থ আদান-প্রদান করেছে। আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূইয়া দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৪ জনকে দুদিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বাকিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারকে জানানো হয়েছে। মুচলেকা শেষে পরিবারের জিম্মায় দেয়া হবে।
জানা গেছে, নিষিদ্ধ পাবজি গেমস প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ১৯টি দল অংশগ্রহণ করে। প্রত্যেকটি দলে অংশগ্রহণ করে ৪ জন করে। পুলিশ জানায়, নিষিদ্ধ পাবজি গেমসের প্রধান আয়োজক ছিলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের মুহাই আলীর ছেলে মেহরাব ও চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার সাহিন মাহমুদের ছেলে সাদমান সারার। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহব্বুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন জেলা থেকে এসব কিশোর ও যুবক নিষিদ্ধ পাবজি গেম প্রতিযোগিতায় অংশ নিতে চুয়াডাঙ্গায় এসেছিল।’