চুয়াডাঙ্গায় কোভিড- ১৯ আক্রান্ত আরও ৭ জন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৬ জনে। বুধবার (৮ জুলাই) আক্রান্তদের মধ্যে ৫ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। ফলে সুস্থ হলেন মোট ১৭৪ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে বুধবার রাতে ৫০টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৪৩ জনের নেগেটিভ হয়েছে। বাকি ৭ জনের হয়েছে পজিটিভ। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগেরই স্বেচ্ছাসেবক রয়েছেন দুজন। এর আগে একই বিভাগের আরও একজন আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একজন পুলিশ সদস্যেরও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর ও পৌর এলাকা এক্সচেঞ্জপাড়ার একজনন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জীবননগর পৌর এলাকার একজন নারীও করোনা আক্রান্ত। এছাড়া দর্শনা কেরুপাড়ার ৭ বছরের এক কন্যা শিশুরও করোনা পজিভিট হয়েছে। কয়েকদিন আগে এর মাতা পিতারও করোনা পজিটিভ হয়।
চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিভাগসূত্র জানিয়েছে, চুয়াডাঙ্গার আরও ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আরও দুজন উপসর্গ নিয়ে মারা গেলেও তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। চুয়াডাঙ্গায় আক্রান্তদের মধ্যে ১৫ জন সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছে।