চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য আরও ২৩ জনের নমুনা সংগ্রহ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ শনিবার নতুন ২৩ জনের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেছে। পূর্বের প্রেরিত নমুনা পরীক্ষার রিপোর্ট শনিবার পাওয়া যায়নি। জানা যায়নি ফলাফল। তবে শনিবার আরও ৬ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১ হাজার ৬শ ৫৪ জন।
বর্তমানে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে ১শ ১২ জন। এর মধ্যে হাসপাতালে ১শ ২ জন, ৫ জন রয়েছে ঢাকায়। এমনিতেই ঢাকার সরকারি বেসরকারি হাসপাতালে রোগী রাখার ঠাই নেই। এরপর জেলা পর্যায় থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রোগী ঢাকায় নেয়ার পর ভয়াবহ হয়রানীর শিকার হতে হচ্ছে। অথচ জেলা পর্যায়ে গুরুতর অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার ব্যবস্থা নেই।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত মোট ৮ হাজার ৭শ ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার৮শ ১৯ জন করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ ৫৪ জন। মারা গেছেন সরকারি হিসেবে ৫৩ জন। বেসরকারি হিসেবে ৫৬ জন। বর্তমানে আক্রান্ত ১১২ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭৬ জন। এর মধ্যে ৬৮ জন বাড়িতে ৪ জন হাসপাতালে ও ৪ জনকে নেয়া হয়েছে ঢাকায়। দামুড়হুদা উপজেলায় বর্তমানে অসুস্থ ১৯ জনের মধ্যে ১ জন হাসপাতালে ১৮ জন বাড়িতে। আলমডাঙ্গা উপজেলায় বর্তমানে অসুস্ত ৬ জন। সকলেই বাড়িতে চিকিৎসাধীন। জীবননগর উপজেলায় বর্তমানে অসুস্থ ১১ জনের মধ্যে ১০ জন বাড়িতে একজনকে চুয়াডাঙ্গার বাইরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অপরদিকে সারা দেশে শনিবার ১৬ হাজার ১শ ৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৫১ লাথ ৫০ হাজার ৬শ ৬৩ জনের নমুনা পরীক্ষা করা হলো। শনিবার দুুপুরের পূর্বের ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ৪শ ৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২শ ৫২ জন। শনিবার দুপুরের আগের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯শ ৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮শ ১৫ জন। শনিবার দুপুরের পূর্বের ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০১ জন। এ নিয়ে দেশে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২শ ৮৩ জন।