স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ১৭৯ নমুনায় ২৩ জন করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৯ জনে। এর মধ্যে চুয়াডাঙ্গায় করোনায় মারা গেছেন ১৮০ জন এবং জেলার বাইরে ১৯ জন। সোমবার চুয়াডাঙ্গায় নতুন করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩৮৪ জনে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সোমবার নতুন ১৭০ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৪৭ জনে। এদিন ১৭৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৪ হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩৮৪ জনে। এ সময় সুস্থ হয়েছেন ১৯৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৪ হাজার ৭৩৭ জন। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৬০ জন আর বাড়িতে রয়েছেন ১ হাজার ৩৮৮ জন। নতুন যে ২৩ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ৬জন, আলমডাঙ্গা উপজেলার ৬জন এবং জীবননগরে ১১ জন রয়েছে। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, সোমবার করোনায় সদর হাসপাতালের রেডজোনে দুজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হলুদ জোনে মারা গেছেন চারজন। এ পর্যন্ত জেলায় মোট ৮৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন।