স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ২২ বছরের নারী। অপর দুজন পুরুষ। এ দিয়ে চুয়াডাঙ্গায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জন। আরও ১০ জন সুস্থ হয়েছেন। এ দিয়ে সুস্থতার মোট সংখ্যা হলো ১৩১ জন। করোনায় মারা গেছেন দুজন। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। এদের মধ্যে সোমবার দুপুরে মারাযান দর্শনা শ্যামপুরের বদর উদ্দীন।
জানা গেছে, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সোমবার (২৯ জুন) আরও ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করেছে। এদিন চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে পূর্বের ৯টি রিপোর্ট হস্তগত হয়। এর মধ্যে ৬ জনের নেগেটিভ। তিন জনের পজিটিভ। এরা হলেন, দর্শনা মোবারকপাড়ার ও আন্দুলবাড়িয়ার দুজন পুরুষ। দুজনই কর্মসূত্রে চুয়াডাঙ্গার বাইরে থাকেন। দর্শনা মোবারকপাড়ার ব্যক্তি ঢাকা থেকে ও আন্দুলবাড়িয়ার ব্যাক্তি ফেরেন রাজশাহী থেকে। অপরজন চুয়াডাঙ্গা পৌর এলাকা তালতলার ২২ বছরের নারী। তিনি স্থানীয়ভাবেই করোনা আক্রান্ত হয়েছেন। তবে কবে কখন কোথায় গিয়ে আক্রান্ত হতে পারেন তা নিশ্চিত করে বলতে পারেননি।