চুয়াডাঙ্গায় আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৪ জন, বাকি দুজন দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গায় নতুন ৬ জনের করোনা আক্রান্ত দিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হলেন ১ হাজার ৬শ জন। গতকাল একজনও সুস্থতার ছাড়পত্র পাননি। ফলে পূর্বের মতো মোট সুস্থ ১ হাজার ৪শ ৭২ জনই রয়েছেন। গতকালের নতুন ৩০ জনের নমুনা সংগ্রহ দিয়ে এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগের নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭শ ৮৫। রিপোর্ট এসেছে ৬ হাজার ৫শ ৮২ জনের। নতুন শনাক্ত ৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা সদরের বিজিবি সদস্য দুজন, বাকি দুজনের একজন ইসলামপাড়া ও একজন দক্ষিণ হাসপাতালপাড়ার বাসিন্দা এবং দামুড়হুদা উপজেলার হেমায়েতপুরের ও আলমডাঙ্গা উপজেলার থানাপাড়ার বাসিন্দা। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে তথা হাসপাতালে ছিলেন ৭ জন, বাড়িতে তথা হোম আইসোলেশনে ছিলেন ৫৬ জন।
প্রসঙ্গত: শীতের মধ্যে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে পারে। দীর্ঘদিন ধরেই বিষেজ্ঞরা এ অভিমত দিয়ে আসছেন। ফলে সরকারিভাবে আবারও করোনা ভাইরাস সংক্রমণ রোধে নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রচার প্রচারণার পাশাপাশি মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে পুনঃ পুনঃ তাগিদ দেয়া হচ্ছে। সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে গেলে আবারও দেশে লকডাউনের মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে দেশবাসীকে।