স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৫ জনের করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ২৩ জনের নেগেটিভ।
চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে আরও ৫জন সুস্থ হয়েছেন। ফলে মোট আক্রান্ত ১ হাজার ৪শ ২৩ জনের মধ্যে সুস্থতা হলেন মোট ১ হাজার ২শ ৮৪ জন। হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১১ জন। হোম বা বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৯১ জন। ঢাকায় চিকিৎসাধীন ১জন। সোমবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নতুন ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। নতুন আক্রান্তদের মধ্যে ডিঙ্গেদহের ১জন, আনসার ব্যটালিয়নের ১জন, দর্শনা থানাপাড়ার ১জন ও দামুড়হুদার ১জন রয়েছে। বাকি জনের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ