চুয়াডাঙ্গায় আরও ৪ জনের মৃত্যু : শনাক্ত ৩৮

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গত কয়েকদিন যাবত কমেছে শনাক্ত ও মৃত্যুর হার। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৭ জনে। এর মধ্যে চুয়াডাঙ্গায় করোনায় মারা গেছেন ১৭৮ জন এবং জেলার বাইরে ১৯ জন। রোববার চুয়াডাঙ্গায় নতুন করে ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩৬১ জনে। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ রোববার নতুন ১৯৫ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৭ জন। এদিন ২৪৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৩ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩৬১ জনে। এ সময় সুস্থ হয়েছেন ২৬ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৪ হাজার ৫৪৩ জন। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৭০ জন আর বাড়িতে রয়েছেন ১ হাজার ৫৫১ জন। নতুন যে ৪৭ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ২১ জন, আলমডাঙ্গা উপজেলার ১৪ জন, দামুড়হুদার ৭ জন এবং জীবননগরে ৫ জন রয়েছে। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, রোববার করোনায় সদর হাসপাতালের রেডজোনে একজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হলুদ জোনে মারা গেছেন তিনজন। এ পর্যন্ত জেলায় মোট ৮৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More