চুয়াডাঙ্গায় আরও দুজন কোভিড-১৯ রোগী শনাক্ত
বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান বুলা করোনা জয় করে বাড়ি ফিরেছেন
স্টাফ রিপোর্টার: নোভেল করোনা ভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বয়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। গতপরশু শুক্রবার তিনি সুস্থতার ছাড়পত্র পান। নতুন বছরের প্রথম দুদিনে তিনিসহ সুস্থ হয়েছেন ১২জন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ দুদিনের বিরতির পর গতকাল শনিবার নতুন ৩৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গার আরও দুজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গায় নতুন দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ৪৩ জনে। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫শ ৮০ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৪ জন ও বাড়িতে ১৯ জন আইসোলেশনে ছিলেন। নতুন যে দুজন শনাক্ত হয়েছেন তাদের মধ্যে একজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলা সদরের মাখালডাঙ্গায় অপরজনের বাড়ি হানুরবাড়াদী।
প্রসঙ্গত. চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক জেলা শহরের শেখপাড়ার বাসিন্দা ওয়াহেদুজ্জামান বুলা করোনা আক্রান্ত শনাক্তের পর গত ৯ ডিসেম্বর ঢাকায় রেফার করা হয়। ঢাকাতেই তিনি আইসোলেশনে ছিলেন।