চুয়াডাঙ্গায় আরও একজন করোনা রোগী শনাক্ত : নতুন ৫৩ জনের নমুনা সংগ্রহ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ার বাসিন্দা। গতকাল শনিবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নতুন ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেছে।
শনিবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে পূর্বের ৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৩ জনের নেগেটিভ হলেও একজনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭শ ৪৩ জন। গতকাল একজন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হলেন এক হাজার ৬শ ২৩ জন। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গায় সক্রিয় রোগী ছিলেন ৬৮ জন। চুয়াডাঙ্গার বাইরের দুজনসহ সদর হাসপাতালের রেডজোনে আইসোলেশনে ছিলেন ১৬ জন। বাড়িতে ছিলেন ৫৩ জন। ক’দিন আগে ঢাকায় রেফার রোগী সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।