স্টাফ রিপোর্টার: চৈত্রের শেষ ভাগে এসে প্রতিদিন বাড়ছে তপ্ততা। গরমে পুড়ছে দেশের বহু এলাকার মাঠ-ঘাট-জনপদ। গতকাল শনিবার দেশের ২৩ জেলায় তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। রাজশাহী বিভাগে রীতিমতো লু হাওয়া বইছে। রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা বাড়তে থাকবে। সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগসহ দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ রবিবার রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো-বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে ভারতীয় আবহওয়া অফিসের রিপোর্ট অনুসারে, বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবাত অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। স্থলভাগে জলীয় বাষ্প ঢোকায় আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। গতকাল শনিবার রাজধানীতে ঝড় আঘাত হেনেছে। সন্ধ্যা ৭টার দিকে এ ঝড়-বৃষ্টি শুরু হয়। তার আগে ঝড়ে ধুলা উড়তে থাকে। বৃষ্টির কারণে রাজধানীবাসীর জনমনে কিছু স্বস্তি ফেরে আসে। তবে গরম সেভাবে কমেনি।
এদিকে ঢাকাসহ সাত অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হয়েছে। রাজধানীর কিছু এলাকায় হঠাৎ বৃষ্টির কারণে বাইরে থাকা মানুষজন বিপাকে পড়ে। বিশেষ করে অফিস শেষে বাসায় ফেরার পথে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়। তবে গরমে হাঁসফাঁস করা নগরবাসীর অনেকে এই বৃষ্টিকে আল্লাহর রহমত হিসেবেই দেখছেন।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ রবিবার যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, তাপমাত্রা আপাতত কমছে না। ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.