স্টাফ রিপোর্টার : ভারতে আটকেপড়া নাগরিকদের মধ্যে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৬ নারীসহ ৭২ বাংলাদেশি নাগরিক চুয়াডাঙ্গার দর্শনা চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছেন। যাদের মধ্যে একজন করোনা পজিটিভ। এসব বাংলাদেশির চেকপোষ্টে পৌঁছানোর পর করোনা পরীক্ষা এবং বিজিবি, অভিবাসন ও শুল্ক বিভাগের দাপ্তরিক কাজসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে দর্শনা থেকে অ্যাম্বুলেন্স যোগে চুয়াডাঙ্গায় নেওয়া হয়। এরপর তাদেরকে চুয়াডাঙ্গায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ও শহরের হোটেল ভিআইপিতে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ