চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী মোঃ শুকুর আলী নৌকা প্রতীকে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৫’শ ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান টিপু (আনারস) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩’শ ৭৯ ভোট।
কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে এ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৪১ জন মেম্বার ও ১০ জন সংরক্ষিত মহিলা সবমিলিয়ে মোট ৫৪ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নেয়।
মোট ভোটার ১৬ হাজার ৭৪ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১’শ ৬০ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৯’শ ১৪ জন। শতকরা ৮৫ ভাগ ভোট পড়েছে আজকের নির্বাচনে। সীমানা নির্ধারনী মামলায় আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ ১১ বছর পর ভোট অনুষ্ঠিত হলো তিতুদহ ইউনিয়নে।