চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে আনারুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৯ টার দিকে আলমডাঙ্গা উপজেলার পাচলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম পাচলিয়া গ্রামের শাহাজাহান আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে গ্রামের মাঠে পানের বরজে পানি দিতে যান আনারুল। সেখানে পানি দেয়ার সময় বৈদ্যুতিক মোটরের তার ছিঁড়ে গেলে বিদ্যুতায়িত হয় সে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।