চাঁদার টাকা আনতে গিয়ে অস্ত্রসহ ৩ চাঁদাবাজ আটক

ঝিনাইদহে চাঁদাবাজদের রুখতে গ্রামবাসীর রাতে পাহারা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রাম থেকে গ্রামবাসী দেশীয় অস্ত্রসহ তিন ‘চাঁদাবাজ’কে আটক করেছে। গত সোমবার মধ্যরাতে গ্রামবাসী চাপাতি ও চাইনিজ কুড়–লসহ তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো শৈলকুপা উপজেলার ফুলহরি নতুন বাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে দীন মোহাম্মদ, একই উপজেলার ভগবাননগর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস ও ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামের কাওছার ম-লের ছেলে আশরাফুল ইসলাম।
কামতা গ্রামের বাসিন্দা ওমর ফারুক বলেন, ‘আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়াভাবে চাঁদাবাজি করে আসছিলেন। বিষয়টি বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পে জানালে তারা গ্রামবাসীকে পাহারা বসানোর পরামর্শ দেন। সোমবার রাতে কামতা গ্রামের মিন্টু, আবুল হোসেনের বাড়িতে চাঁদার জন্য হানা দেয়। চাঁদাবাজদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামের মানুষ তাদের ঘিরে ফেলে। এ সময় চাঁদাবাজরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই রাতে গ্রামের মানুষ আবারো তাদের ধরার জন্য ওৎপেতে থাকে। পরে ফের গ্রামে ঢুকলে গ্রামবাসী দীন মোহাম্মদ, হৃদয় বিশ্বাস ও আশরাফুলকে দেশী অস্ত্রসহ আটক করে।’
এদিকে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ গ্রামবাসীর কাছ থেকে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গ্রামবাসীর অভিযোগ, ৫ আগস্টের পর একটি সংঘবদ্ধ চক্র সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেপরোয়াভাবে চাঁদাবাজি করলেও পুলিশের পক্ষ থেকে তারা কোনো সহায়তা পাচ্ছেন না। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, তিন চাঁদাবাজকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে কারা কারা জড়িত সেই তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More