স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় পিতা-মাতার অসাবধানতায় গরুর গাড়ির ধাক্কায় আল-আমিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আল-আমিনকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু আল-আমিন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের পূর্বপাড়ার দিনমজুর উজ্জ্বলের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বাড়ির সামনে রাস্তার পাশে খেলা খেলছিলো আল-আমিন। এই রাস্তা দিয়ে একই ইউনিয়নের হরিপুর গ্রামের মফিজুল ইসলাম ডুবু তার গরুর গাড়িতে ধান নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এসময় শিশু আল-আমিন আসাবধানতায় রাস্তায় ওপর চলে গেলে গরুর গাড়ির চাকায় ধাক্কা লাগে। এতে শিশু আল-আমিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে শিশু আল-আমিন।
সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল কাদের দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, রাস্তার পাশে খেলছিল শিশুটি। এসময় হরিপুর গ্রামের মফিজুল ইসলাম ডুবুর গরুর গাড়িতে ধাক্কা লাগে। এতে শিশু আল-আমিনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, অভিভাবক ছাড়া ছোট বাচ্চাদের রাস্তার পাশে খেলতে দেয়া মোটেও উচিত নয়। তাদেরকে সবসময় চোখে চোখে রাখা দরকার। পিতা-মাতার অসাবধানতায় এ ঘটনা ঘটলো বলে মনে করি। দুই ভাই-বোনের মধ্যে আল-আমিন ছিলো ছোট। তার বাবা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে। মা সুন্দরী বেগম একজন গৃহীনি। খুব দরিদ্র তারা। একমাত্র পুত্রকে হারিয়ে মা-বাবা যেনো পাগল গ্রায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু আল-আমিনকে মৃত ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোনোকিছুর সাথে প্রচ- ধাক্কা লেগেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, হাবিবপুর গ্রামে গরুর গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ