চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনীতে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরের ফিরোজ মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরেকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার শাহা। সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামীমুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কু-ু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহীম হামিদ শাহীন, উপজেলা প্রকৌশলী আরিফউদ্দৌলা প্রমুখ। মেলায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া বর্তমান বিশ্ব কল্পনা করা যায় না। বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। মেলায় অংশ নেয়া ক্ষুদে বিজ্ঞানীদের ছোট ছোট চিন্তাভাবনাগুলোই একদিন সফলতার মুখ দেখবে। তাই বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় মাধ্যমিক পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথমস্থান অধিকার করেন সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপিঠের দশম শ্রেণির ছাত্র আশিকুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জায়িফ হাসান এবং তৃতীয়স্থান অধিকার করেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তামান্না জান্নাত পূরবী। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথমস্থান অধিকার করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র ইশতিয়াক রহমান, দ্বিতীয়স্থান অধিকার করেন সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রী জেরিন তাসনিম এবং তৃতীয়স্থান অধিকার করেন তেতুল শেখ কলেজের ছাত্রী রিফা জামান ফাইরুজ। স্টলগুলোর মধ্যে সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে তেতুল শেখ কলেজ, দ্বিতীয় হয়েছে সরকারি আদর্শ মহিলা কলেজ এবং তৃতীয় হয়েছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ। এছাড়াও পঞ্চম জাতীয় অনলাইন বিজ্ঞান অলিম্পিয়াডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সিনিয়র ও জুনিয়র গ্রুপে মোট ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, গেল বুধবার সকালে ‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে সদর উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। মেলায় অংশ নেয় সদর উপজেলার ১৮টি স্কুল ও কলেজ।
এছাড়া, আরও পড়ুনঃ