কুষ্টিয়ায় দিনদুপুরে মা-ছেলেসহ এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ঘাতককে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। শহরের কাস্টম মোড় এলাকায় রোববার দুপুর পৌনে ১২টার দিকে এক নারী, তার ৭ বছরের শিশু সন্তান ও তাদের সঙ্গে থাকা এক ব্যক্তিকে গুলি করে এক দুর্বৃত্ত। গুলি করে পালানোর সময় ঘাতককে ধাওয়া দিয়ে ধরে ফেলেন স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত ওই ব্যক্তির পরিচয় এবং হত্যার কারণ এখন জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুলি করার পর পরই ৩ জন মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান এক নারী। গুলিবিদ্ধ অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর তারাও মারা যান। নিহত ওই নারীর নাম জানা যায়নি। তবে তার শিশুটি সন্তানের নাম রবিন বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার সেওতা গ্রামে। আর নিহত অন্যজনের নাম শাকিল (২৮)। তিনি বিকাশের ডিস্ট্রিবিউটর বলে জানা গেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম সাাবাদিকদের বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় ৩ জনকে গুলি করে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই এক নারী ও হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তান মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় অন্যজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন। তিনি বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত চলছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ