কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নাড়ির টানে বাড়ি আসা চুয়াডাঙ্গা সহ আশপাশের এলাকার মানুষ

শেখ রাকিব:

পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকার কর্মজীবীরা।  বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ট্রেন ও বাসগুলোতে কর্মস্থালে ফিরতে দেখা গেছে।

পরিবহন মালিক-শ্রমিকদের ভাষ্য, এবার ঈদে টানা নয়দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আবার বেসরকারি চাকরিজীবীদের অনেকে গড়ে চারদিন ছুটি পেয়েছেন। তারা আগামী শুক্রবার (৪ এপ্রিল) থেকে ঢাকা বা তাদের নিজ কর্মস্থলে ফেরা শুরু করবেন। এরমধ্যে যাদের ছুটি আরও কম, তারা আজ থেকেই ঢাকায় আসছেন। তাদের যাতায়াতে যানজটসহ অন্য কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। বৃহস্পতিবার সকালে সরজমিনে চুয়াডাঙ্গায় রেল স্টেশন, ও জেলার আন্ত:নগর বাস কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে নিজ নিজ গন্তব্যে আবারো প্রিয় জনকে ছেড়ে চলে যাচ্ছেন। সকাল থেকে দেখা গিয়েছে চুয়াডাঙ্গা স্টেশনে হাজার মানুষের ঢল। ট্রেনের সিটের জায়গা না থাকায়, সাধারণ যাত্রীরা দাঁড়িয়েই যাচ্ছেন। যাত্রীদের চাপে ট্রেনের ভিতরে পা ফেলার জায়গা নাই। তারপরও, নিজ চাকরি ঠিকানায় আবারো ফিরছেন। এদিকে প্রিয় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে নিজ গ্রামে ঈদ উদযাপন করতে এসেছেন অনেকেই। এবার ঈদ শেষে আবারো নিজ গন্তব্যে বা কর্মস্থালে যেতে দেখা গেছে। বিল্লাল হোসেন নামের এক ট্রেনের যাত্রী বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে চুয়াডাঙ্গাতে এসেছিলাম। ছুটির আগেই আজ শুক্রবার বাড়ি ছেড়ে নিজ কর্মস্থলের ঠিকানায় যেতে হচ্ছে। মেহেদী হোসেন নামের আরেক যাত্রী জানান, টিকিট না পাওয়ায় দাঁড়িয়েই ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। ছুটি শেষ হবার আগেই পৌছাতে হবে৷

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, গত বুধবার থেকে যাত্রীদের চাপ শুরু হয়েছে। সবাই নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। যারা টিকেট পাইনি তারা তাৎক্ষণিক টিকিট কাটছে

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More