স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত আরও এক রোগী মারা গেছেন। আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান ফকির মোহাম্মদ নামের মধ্যবয়সী এক ব্যক্তি। তিনি আলমডাঙ্গা উপজেলার চক হারদীর শওকত ম-লের ছেলে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮৭ জন। উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা গত দুদিনে দশের অধিক।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা চর হারদীর ফকির মোহাম্মদ বেশ কিছুদিন ধরে সর্দি কাশি জ্বরে আক্রান্ত হন। তিনি নমুনা দিয়ে পরীক্ষা করান। পরিক্ষায় কোভিড-১৯ পজিটিভ হয়। বাড়িতেই তিনি আইসোলেশনে ছিলেন। সকাল থেকে শ্বাস কষ্ট বেড়ে যায়। ফলে দুপুর ১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সোয়া ২টার দিকে হাসপাতালের রেডজোনে মারা যান তিনি। স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফনের প্রক্রিয়া করা হচ্ছে।
এদিকে আজ সোমবার ভোরে মারা গেছেন উপসর্গ নিয়ে একই উপজেলার বড় গাংনীর হায়দার আলী। রোববার চুয়াডাঙ্গায় দুজন করোনা আক্রান্ত ও ১২ জন উপসর্গ নিয়ে মারা যান। বর্তমানে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে ৬৫ জন। প্রায় একই সংখ্যক রোগী হাসপাতালের হলুদ জোনে রয়েছেন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন করোনা আক্রান্ত ৮৪০ জন। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য বিভাগেরই ৭১ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একদিকে বাড়ছে রোগীর চাপ, অপরদিকে স্বাস্থ্য বিভাগের কর্মীদের মধ্যে একের পর এক আক্রান্ত হচ্ছেন। ফলে পরিস্থিতি বেশামাল হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে। লকডাউনে সকলে স্বাস্থ্য বিধি মেনে না চললে সংক্রমণের সংখ্যা বাড়বে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ