শেথ শফিঃ
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর গ্রামের কৃর্তি সন্তান, কেদারগন্জ বাজার কমিটির সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ মুদি ব্যবসাহী হেকমত আলী। আজ শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হেকমত আলী জোয়াদ্দার মুজিবনগরের রামনগর গ্রামের মৃত্য রবজেল জোয়াদ্দারের সন্তান। প্রায় ৪/৫ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫বছর। ইদ্রিস আলীর স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ