সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার: তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচিকে ঘিরে সকল ধরনের সহিংসতা রোধে কঠোর অবস্থানে ছিলো পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মেহেরপুরে শান্তিপূর্ণ সমাবেশ হলেও চুয়াডাঙ্গায় পুলিশি বাধায় প- হয়ে যায় বিক্ষোভ মিছিল পরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, মানুষের জীবন জীবিকা আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বাড়ছে। অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান।
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির উদ্যোগে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে মিছিলটি শহর প্রদক্ষিণ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সাহিত্য পরিষদ চত্বরে দলের নেতাকর্মীরা সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মো. সিরাজুল ইসলাম মনি। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রিনা, আবু বক্কর সিদ্দিক আবু, মোকাররম হোসেন, নজরুল ইসলাম নজু, মনিরুজ্জামান লিপ্টন ও নুর নবী সামদানী। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অ্যাড. শাহজাহান মুকুল, আবুল কালাম আজাদ, মুন্সি আলাউদ্দীন, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সিনিয়র যুগ্মসম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, সহসভাপতি সোহেল আহমেদ মালিক সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে এবং মূল্যহ্রাসের দাবিতে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন। মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনা অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, আব্দুর রশিদ, জেলা বিএনপি’র যুগ্মসম্পাদক আরজুল্লা মাস্টার বাবলু, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়ন। সমাবেশে জেলা বিএনপি, জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি রনি মোল্লা।