আশু বাঙালী কোভিড-১৯ আক্রান্ত ছিলেন
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা আশু বাঙালীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনেকেই তার বাড়িতে লাশ দেখতে ভিড় জমায়। অবশ্য রাতে যখন তার করোনা আক্রান্তর বিষয়টি জানাজানি হয় তখন স্বাস্থ্য বিধি মেনে দাফনের প্রক্রিয়া করা হয় যেমন, তেমনই অনেকেই সেখান থেকে দূরে সরতে থাকেন।
চুয়াডাঙ্গা পৌর এলাকা কুলচারার মৃত আফিল উদ্দিন মণ্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট কলাম লেখক আব্দুস শুকুর বাঙালী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি তার মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। সোমবার করোনা পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নসুনা দেন। মঙ্গলবার সন্ধ্যয় তার রিপোর্ট আাসে পজিটিভ। তার আগেই তিনি মারা যান। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তিনি যে করোনা আক্রান্ত ছিলেন তা জানতে পারেননি অনেকে। ফলে লাশের পাশে খোলা মেলাভাবেই অনেকেই গিয়ে দাঁড়ান। পরিবারের সদস্যরা বুধবার সকাল ১০টায় লাশ দাফনের সময় নির্ধারণ করা হলেও যখন করোনা পজিটিভ বিষয়টি প্রকাশ পায় তখন রাতেই দাফন কেনো করা হবে না তা নিয়ে প্রশ্ন ওঠে।