করোনায় শিক্ষার্থী ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও ফিরিয়ে আনতে হবে
আলমডাঙ্গা ব্যুরো: অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে প্লাস্টিকের বেঞ্চ সরবরাহ করা হয়েছে। একইদিনে স্থানীয় পর্যায়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন চিকিৎসা উপকরণ সরবরাহ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহায়তায় প্লাস্টিক বেঞ্চ ও চিকিৎসা উপকরণ সরবরাহ করা হয়। এ সময় প্রধান অতিথি থেকে প্লাস্টিক বেঞ্চ ও করোনা রোগীদের চিকিৎসা উপকরণ সরবরাহ করেন চুয়াডাঙ্গা- আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এ সময় তিনি বলেন, অধিকাংশ স্কুলে বেঞ্চের অভাব আছে। বর্তমানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী বেড়েছে। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বসতে অসুবিধা হচ্ছে। এই বেঞ্চগুলো পাওয়ায় এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বসার অসুবিধা কমবে। তিনি আরও বলেন, করোনার কারণে যে সকল শিক্ষার্থী ঝরে পড়েছে। ওই সকল শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে তাদের পিতা-মাতার সাথে কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও ফিরিয়ে আনতে হবে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা না থাকার কারণে ছাত্ররা মাদকসেবন করছে। প্রতিটি প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষকদের উদ্দ্যেশ্য করে তিনি বলেন, নিয়মিত শিক্ষার্থীদের খেলার মাঠে নিয়ে যেতে হবে। বসে বসে বেতন নেয়া চলবে না। তিনি আরও বলেন, বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি হাসপাতালে সকল ওষুধ ফ্রি দিচ্ছে। এমনটি হাজার টাকা দামের ইনজেকশনও ফ্রি দিচ্ছে। বাংলাদেশের প্রতিটি হাসপাতালে করোনা ভাইরাসের রোগীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। দেরীতে হলেও উপজেলা পরিষদ ও জাইকার সহায়তায় আমরা হারদী হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে অক্সিজেন সিলিন্ডার ২৯টি, অক্সিজেন ফ্লো মেটার ২৯টি, অক্সিজেন মাক্স ৩৮ টি, ভেনচুরি মাক্স৩০টি, অক্সিমিটার ৩০টি, আইপিএস ২টি, পেটেন্ট মনিটর ২টি, অক্সিজেন কনসেনটেরিটর ২টি, স্যাকসন ড্রাইভ ২টি, পেন্ট বেড-১০ টি, ইয়ার কন্ডিশনার ২টি মালামাল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে সরবরাহ করা হল।
বেঞ্চ সরবরাহ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ, জেলা পরিষদের সদস্য আবু মুসা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান নুর”ল ইসলাম, মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু সাঈদ পিন্টু, আমির”ল ইসলাম মন্টু, পৌর সভার প্যালেন মেয়র ২ জহুরুল ইসলাম স্বপন। স্বাগত বক্তব্য রাখেন জাইকা প্রতিনিধি এনায়েতুল্লাহ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপজেলা তথ্যসেবা অফিসার সিগ্ধা দাস, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরাল হক, তিওরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা সভাপতি লাটিম মিয়া, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির সভাপতি নাজমুল হোসাঈন, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিল্লাল গণি, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে নুরুল ইসলাম দিপু, ফজলুল হক শামীম, গোলাম সিদ্দিক, শহিদুল ইসলাম, মশিউর রহমান, আব্দুল গণি, জিয়াউল হক, সিরাজুল ইসলাম, আতাউল গণি ওসমানি প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জোড়া করে প্লাস্টিকের বেঞ্চ প্রধান শিক্ষক ও সভাপতি হাতে তুলে দেন সংসদ সদস্য ছেলুন জোয়ার্দ্দার।
এরপর আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন চিকিৎসা উপকরণ সরবরাহ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ, জাইকা প্রতিনিধি এনায়েতুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান ওল্টু, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, ডা. শারমিন আক্তার, সহঅন্যান্ন মেডিকেল অফিসার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিরবৃন্দ। এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আনুষ্ঠানিক ভাবে চিকিসা সামগ্রী উপজেলা স্বাস্থ প,প, কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মেদের হাতে তুলে দেন।