আলমডাঙ্গায় অ্যাসাইনমেন্ট বাবদ টাকা আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
অ্যাসাইনমেন্ট জমা দিতে টাকা নেয়ায় প্রতিবাদ : তদন্ত করে ব্যবস্থার আশ্বাস
আলমডাঙ্গা ব্যুরো: অ্যাসাইনমেন্ট জমা দিতে টাকা নেয়ার প্রতিবাদে আলমডাঙ্গার কাঁটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থী প্রতি ২০০ থেকে ৪০০ টাকা করে আদায়ের অভিযোগ তুলে ১৪ নভেম্বর বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে ২০০ টাকা, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে ২৫০ টাকা ও জেসসি ক্যাজুয়াল পরীক্ষার্থীদের নিকট থেকে ৪০০ করে টাকা আদায় করা হয়েছে। টাকা আদায়ের পর শিক্ষার্থীদের হাতের ধরিয়ে দেয়া হচ্ছে কভার পাতাসহ কয়েকটি শাদা কাগজের অ্যাসাইনমেন্ট খাতা। নি¤œমানের খাতা দিয়ে বেশি টাকা নেয়ার দাবি তুলেছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘অ্যাসাইনমেন্টের প্রশ্ন বাবদ টাকা নেয়া আইন বিরোধী’, ‘স্কুল ভিজিটের নামে অর্থ আত্মসাৎ’, শিক্ষার্থীদের সাথে অসদারণ’, কোচিংয়ের নামে অর্থ বাণিজ্য’, ‘টিউশন ফি’র টাকা আত্মসাত’ ইত্যাদি সেøাগান সংবলিত প্লেকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
এ ব্যাপারে বিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি গোলাম মোস্তফা জানান, প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করবেন। তিনি টাকা ফেরত দিতে বললে শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়া হবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক মাসুদুল মান্নান জানান, রীতিমতো রশিদ দিয়ে টাকা আদায় করা হয়েছে। এ টাকা আত্মসাত করা হয়নি। ব্যাংকে বিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা দেয়া হয়েছে। শিক্ষা অধিদফতরের নির্দেশ উপেক্ষা করে কেনো শিক্ষার্থীদের নিকট থেকে অ্যাসাইন বাবদ টাকা গ্রহণ করা হয়েছে? এ প্রশ্নের জবাব দেননি।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী জানান, অ্যাসাইন বাবদ কোনো অর্থ শিক্ষার্থীদের থেকে গ্রহণ করা যাবে না। গত ৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। তারপরও অর্থ আদায় করা হলে তা হবে অপরাধের সামিল। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।