আত্মীয়-স্বজন নয় অসহায়-দুস্থ মানুষের কথা আগে ভাবতে হবে

চুয়াডাঙ্গার নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ : ৫ চেয়ারম্যানের উদ্দেশ্যে জেলা প্রশাসক

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গায় নবনির্বাচিত পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার। এছাড়া, দামুড়হুদা উপজেলার চার ইউপিতে নবনির্বাচিত সদস্য, জীবননগর সীমান্ত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য এবং মেহেরপুরের মুজিবনগর উপজেলার চার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্যরা স্ব-স্ব উপজেলা পরিষদে শপথ গ্রহণ করেন। তাদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
চুয়াডাঙ্গায় শপথ গ্রহণ করা নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস ও কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন এবং জীবননগরের সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন ।
জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডিডিএলজি (উপ-পরিচালক) সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠাটি স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক বিএম তারিক-উজ-জামান সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ এবং পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক বক্তব্য রাখেন।
শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, চেয়ারম্যানরা সকলের প্রতিনিধি। অনুরাগ-বিরাগের বশিভূত হওয়া যাবে না। তাহলে ৫ বছর পর আর ভাবতে হবে না। জনকল্যাণ ও দেশের কল্যাণের চিন্তা করবেন। অসহায়, দুস্থ ও গরীব মানুষের কথা আগে ভাববেন। আত্মীয়-স্বজন না। আগামী ৫ বছর মানুষের সর্বোচ্চটা দেবেন। সরকারের সকল ধরণের সেবা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। কোন বিষয়গুলো করবেন, কোন বিষয়গুলো করবেন না শপথ সেটি মনে করে দেবে। জনগনের প্রতি দায়িত্ববোধ আরো বৃদ্ধি পাবে। রাষ্ট্রের প্রতি আনুগত্য বৃদ্ধি প্য়া। কালের বিবর্তনে ১৮৩৪ সালে গ্রাম চৌকিদার আইন পাশ হয়। পর্যায়ক্রমে ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে বর্তমান ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ইউনিয়ন পরিষদকে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যে প্রকল্প গ্রহণ করা হবে তা জনগণের সাথে কথা বলে করবেন। সকল বিষয় দেখে করতে হবে। কখনো নিজের স্বার্থ দেখবেন না। প্রসঙ্গত: গত ১১ নভেম্বর দামুড়হুদা উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ ও জীবননগর উপজেলার ১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গার দামুড়হুদার চার ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৈস ওয়াহিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। শপথ অনুষ্ঠানে দামুড়হুদা সদর ইউনিয়নের নবাগত চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলি, জুড়ানপুর ইউপির ২য় বারের নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কুড়–লগাছি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কামাল উদ্দীন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল করিম উপস্থিত ছিলেন। উপজেলা চার ইউনিয়নের সাধারণ ওয়ার্ডের ৩৬জন সদস্য ও ১২জন সংরক্ষিত মহিলা সদস্যা শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সমবায় অফিসার হারুন অর রশিদ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ করাণ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল। এদিন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট থেকে শপথ গ্রহণ করেন। জীবননগরে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। সীমান্ত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং আসনের সদস্য শাহিনা খাতুন, সংরক্ষিত ২নং আসনের সদস্য ফুলছুরাতুন খাতুন, সংরক্ষিত ৩ আসনের সদস্য সুপিয়া খাতুন, সাধারণ ১নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন, ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুছ সালাম তেঁতুল, ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল আলীম, ৫নং ওয়ার্ডের সদস্য আরজাম আলী, ৬নং ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন, ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক বিশ^াস, ৮নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বিশ^াস ও ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল কুদ্দুছ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়াজনে উপজেলা হলরুমে শপথ পাঠ করান মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। এসময় বাগোয়ান, মহাজনপুর, মোনাখালী ও দারিয়াপুর চার ইউনিয়নের ৩৬ জন সদস্য ও ১২ জন সংরক্ষিত সদস্য শপথ নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, সমাজ সেবা অফিসার আব্দুর রব প্রমুখ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More