চুয়াডাঙ্গার দোস্ত-উকতো সড়কে সন্ধ্যরাতে সশস্ত্র ডাকাতদলের তাণ্ডব
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার দোস্ত-উকতো বিলের ধার সড়কের মধ্যবর্তী স্থানে ডাকাতির ঘটনা ঘটেছ। অস্ত্রের মুখে গরুব্যবসায়ীকে জিম্মি করে ছিনিয়ে নিয়েছে নগদ টাকা ও মোটরসাইকেল। পরে গরুব্যবসায়ীর হাত-পা বেধে মাঠের মধ্যে ফেলে এলাকা ত্যাগ করে ডাকাতদল। গতকাল শুক্রবার সন্ধ্যারাতে চুয়াডাঙ্গা সদর থানা এলাকার দোস্ত-উকতো বিলের ধারের সড়কে এ ঘটনা ঘটে। ঈদের বাজার সামনে রেখে এলাকায় ডাকাতির ঘটনা ঘটায় নতুন করে ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দুধপাতিলা গ্রামের মাঝেরপাড়ার লাল মোহাম্মদের ছেলে গরুব্যবসায়ী দেলোয়ার হোসেন গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শংকরচন্দ্র ইউনিয়নের উকতো গ্রামের মালিথাপাড়ার পাটনার আকালের বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় দোস্ত-উকতো বিলের ধার সড়কের মাঝপথে কালভাটের নিকট পৌঁছুলে ৬/৭ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ারের গতিরোধ করে। ছিনতাইকারীরা তার গলায় রামদা ধরে মাঠের মধ্যে নিয়ে যায়। তার হাত পা বেঁধে কাছে থাকা নগদ সাড়ে ৮ হাজার টাকা ও তার ব্যবহৃত টিভিএস লাল রঙের মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরে গরুব্যবসায়ী দোলোয়ারের হাত-পা বেধে মাঠের মধ্যে ফেলে এলাকা ত্যাগ করে ডাকাতদল। দেলোয়ারের চিৎকারে পথচারিরা এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারকারীরা জানান, ডাকাতরা দেলোয়ারকে লাঠি দিয়ে আঘাতও করেছে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিচ্ছি। এলাকাবাসী অভিযোগ করে বলেন, যে সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এ সড়কটি দামুড়হুদা ও দর্শনা থানার নিকটবর্তী হলেও চুয়াডাঙ্গা সদর থানার আওতাভূক্ত। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট এলাকাবাসীর দাবি এ সড়কে যেনো নিকটবর্তী দর্শনা কিংবা দামুড়হুদা থানা পুলিশ টহল দেয়,তার সু-ব্যবস্থা করেন।