অবৈধভাবে পারাপারের সময় দুই ভারতীয়সহ ২৩জন আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযান

জীবননগর ব্যুরো: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই ভারতীয় নাগরিকসহ ২৩জনকে আটক করেছে। আটককৃত বাংলাদেশিদের মধ্যে ৮জন শিশু এবং ৮জন নারী রয়েছে। গত পরশু বুধবার দিনগত রাত সাড়ে ১১টায় জীবননগর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত বাংলাদেশিরা হলেন-চট্রগ্রামের হালিশহর উপজেলার আকমল আলী সড়কের ঘজাধর দাসের ছেলে নিকেল দাস (৩৬), গোপাল দাসের ছেলে তাজল দাস (৪১), নিতাই দাসের ছেলে হৃদয় দাস (২১), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার কোরালিয়া গ্রামের কৃষ্ণ জলদাসের ছেলে রাস মোহন জলদাস (২৫) এবং ভোলা জেলার মনপুরা উপজেলার মনপুরা গ্রামের গোপি জলদাসের ছেলে অভিরাম চন্দ্র জলদাস (২০)। এছাড়া আটককৃতদের মধ্যে ৮জন শিশু এবং ৮জন নারী রয়েছে। আটককৃত ভারতীয় দুই নাগরিক হলেন-ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাস (২৫)। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৬৮নং হতে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর বাসস্ট্যান্ডের পাশে পাকা রাস্তার ওপর হতে ভারতীয় দুই নাগরিক পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাসকে (২৫) আটক করে। পরে একই জায়গায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২১জন বাংলাদেশিকে আটক করে বিজিবি। আটককৃত ২১জন বাংলাদেশির মধ্যে ৮জন শিশু, ৮জন নারী ও ৫জন পুরুষ রয়েছেন। বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিলো। আটককৃত ২৩জনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More