অতিরিক্ত দামে সার বিক্রি : চুয়াডাঙ্গায় বিসিআইসি সার ডিলাকে ৫০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার খাড়াগোদা বাজারের হুদাবুর ট্রেডার্সে ভোক্তা অধিকারের অভিযান
গড়াইটুপি প্রতিনিধি: অতিরিক্ত দামে সার বিক্রি করায় চুয়াডাঙ্গার খাড়াগোদা বাজারের হুদাবুর ট্রেডার্সে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে খাড়াগোদা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এছাড়া সাধারণ কৃষকেরা যেনো সরকার নির্ধারিত মূল্যে সার নিতে পারে এবং স্পষ্ট মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়েও সতর্ক করে দেয়া হয়। পরবর্তীতে এর ব্যতয় হলে আইনের সর্বোচ্চ প্রয়োগের হুশিয়ারি দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সহকারী পরিচালক সজল আহমেদের নেতেৃত্বে অভিযান পরিচালনা করা হয় খাড়াগোদা বাজারের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সার ডিলার মেসার্স হুদাবুর ট্রেডার্সে। এসময় দৈনন্দিন সার বিক্রির খাতায় ইউরিয়া সার ৮শ টাকায় বিক্রির কথা থাকলেও ৯৯০ টাকায় বিক্রি করার সত্যতা পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়াও বেশি দামে সার বিক্রির সময় হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করলে তার ম্যানেজার সাজ্জাদ হোসেন জরিমানার টাকা পরিশোধ করেন।
এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ। সহযোগিতায় ছিলেন তিতুদহ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম।