মাথাভাঙ্গা মনিটর: প্রতিদিনের মতোই মঙ্গলবার ভোরেও সেহরি খেয়েই বোমার ভয় ছাড়াই ঘুমিয়ে পড়েছিল বিধ্বস্ত গাজা। হঠাৎ বিকট শব্দ। বৃষ্টির মতো হামলে পড়ে কামানের গোলা। আকাশে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান। সেকেন্ডে সেকেন্ডে আতশবাজির মতো ভয়ংকর বিস্ফোরণ। ঘুমন্ত মানুষগুলোর ওপর আবার ঝাঁপিয়ে পড়েছে ইসরাইল বাহিনী। মুহূর্তে নরক হয়ে গেল শান্তির ঘুম। চারদিকে শুধু লাশ আর লাশ। চিৎকার-হাহাকার, দিগ্েিবদিক ছোটাছুটি। যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে কোনো পূর্বসতর্কতা ছাড়াই গাজয় এদিন আবারও নৃশংস হামলা চালায় ইসরাইল। ১৯ জানুয়ারি ৪২ দিনের যুদ্ধবিরতির পর গাজায় এটিই সবচেয়ে বড় হামলা। এতে অন্তত ৪১৩ জন নিহত হয়েছেন। আহত ৫২৬ জন। লন্ডভন্ড হয়ে যাওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে আরও লাশ! মাসদুয়েক অনেকটা নিশ্চিন্তেই ছিল গাজা। দোহায় পুরোদমে চলছে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার সাহেবপুরে তালাকপ্রাপ্ত নারীকে উত্যক্ত করার অভিযোগ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.