পরির্বতন হচ্ছে চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ জেলার সকল থানার মোবাইল নম্বর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ জেলার সকল থানার মোবাইল নম্বর পরির্বতন আনা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ পুলিশের সকল মোবাইল নম্বর প্রশাসনিক প্রয়োজনে একই কোডে করার উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা পুলিশে নতুন নম্বর চালুর উদ্যোগ নেয়া হয়েছে। নতুন নম্বরগুলো হলো পুলিশ সুপার ০১৩২০-১৪৮১০০, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ০১৩২০-১৪৮১০২, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ০১৩২০-১৪৮১০৩, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ০১৩২০-১৪৮১৪৪, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) ০১৩২০-১৪৮১৪৯, ওসি চুয়াডাঙ্গা সদর থানা ০১৩২০-১৪৮১৬৯, ওসি আলমডাঙ্গা থানা ০১৩২০-১৪৮১৯৫, ওসি দামুড়হুদা মডেল থানা ০১৩২০-১৪৮২৪৭, ওসি জীবননগর থানা ০১৩২০-১৪৮২২১, ওসি দর্শনা থানা ০১৩২০-১৪৮২৭৩ এবং ওসি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ০১৩২০-১৪৮২৯৯। নতুন এ নম্বরগুলো আগামি ১ অক্টোবর থেকে চালু হবে। একই সাথে পুরাতন নম্বরগুলো বন্ধ হয়ে যাবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More