যশোর আঞ্চলিক প্রতিনিধি: নোভেল করোনা ভা্ইরাসের কারণে খাদ্য সংকটে থাকা যশোরের কেশবপুর উপজেলার কালোমুখ হনুমানদের খাবার দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ব্রক্ষ্মকাটি বাগানে অবস্থানরত একদল কালোমুখ হনুমানের মধ্যে কলা, রুটি, বাদাম ও শসা দেয়া হয়। ‘জীবন জীবনের জন্য’– এ স্লোগান সামনে রেখে খেলাঘর আসরের উদ্যোগে কালোমুখ হনুমানদের এ খাবার দেয়া হয়।
খাবার পেয়ে হনুমানগুলো সমাবেতন হয় চমৎকার পরিবেশ গড়ে ওঠে। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী, যুগ্ম সম্পাদক তাপস মজুমদার, খেলাঘর আসরের নিজাম উদ্দিন, রমেশ দত্ত, মধ্যকুল নতুন স্বপ্ন খেলাঘর আসরের সভাপতি সাংবাদিক আবদুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। ব্রক্ষ্মকাটি গ্রামের গোপাল মজুমদার জানান, এভাবে বিভিন্ন সংগঠন যদি খাদ্য বিতরণ করে, তা হলে কালোমুখ হনুমান এলাকা ছাড়বে না।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে খাদ্য সংকটের কারণে কেশবপুর ছাড়তে বাধ্য হচ্ছে বিরল প্রজাতির কালোমুখ হনুমান। বর্তমানে কেশবপুরে প্রায় ৬০০ কালোমুখ হনুমান রয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ