ওস্তাদ মশিউর রহমান বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী হলেন
দর্শনা অফিস: দর্শনা সঙ্গীত জগতে পরিচিত মুখ, সঙ্গীতই যার ধ্যান-জ্ঞান, সঙ্গীত সাধনায় তার মূখ্য লক্ষ্য, এলাকায় সঙ্গীত পরিবেশনে অর্জন করেছেন খ্যাতি, সেই সাথে বিভিন্ন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকতা করে রেখেছেন যোগ্যতার সাক্ষর তিনি হলেন ওস্তাদ মশিউর রহমান। অজপাড়া গায়ে জন্ম হলেও জীবনের সিংহভাগ সময়ই সঙ্গীতের তাগিত কাটাচ্ছেন দর্শনায়। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়ার আকাবত আলীর ছেলে মশিউর রহমান বাংলাদেশ টেলিভিশনের নজরুল সঙ্গীতে অংখ্য প্রতিযোগীকে টপকিয়ে নিয়মিত শিল্পী হিসেবে তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন। গত মাসের ৮ তারিখে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী (চঃদাঃ) মাহবুবা ফেরদৌস স্বাক্ষরিতপত্রটি গতপরশু বৃহস্পতিবার হাতে পান ওস্তাদ মশিউর রহমান। ১৯৫৮ সালে বড়বলদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ওস্তাদ মশিউর রহমান। ১৯৮০ সালে গ্রামের জমির মাস্টারের কাছে সঙ্গীতে হাতেখড়ি হলেও ১৯৮৫ সালে সংগীত শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হন দর্শনা হিন্দোল সংগীত পরিষদে। সেখানে ওস্তাদ খিতিশ কু-ের কাছে উচ্চাঙ্গ সংগীতে তালিম নেন। বর্তমানে তিনি দর্শনা আনন্দধাম, ঢাকা গীতিকাব্য চর্চাকেন্দ্রসহ বহু সংগীত কেন্দ্রে শিক্ষকতা করছেন।